শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের বিভিন্ন এলাকায় নোংরা অস্¦াস্থকর পরিবেশে বোকারীতে তৈয়ার করা হচ্ছে খাদ্য সামগ্রী । নোংরা অস্বাস্থকর পরিবেশে ও মানুষের শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপকরন মিশিয়ে বেকারীতে তৈরী করা খাদ্য সামগ্রী বেকারীর শোরুমে ও রাউজানের বিভিন্ন হাট বাজারে চায়ের দোকান ও বিভিন্ন দোকানে বেকারীর মালিকরা ভ্যানে করে নিয়ে বিক্রয় করছে । বোকারীর শোরুম ও দোকান থেকে নোংরা অস্বাস্থকর পরিবেশে ও মানুষের শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপকরন মিশিয়ে বেকারীতে তৈয়ারী করা খাদ্য সামগ্রী পাউরুটি, বেলা বিস্কুট, ড্রাই কেক, কেক,বাকরখানী, বিভিন্ন ধরনের বিস্কুট এলাকার লোকজন প্রতিদিন ক্রয় করে খাচ্ছে ।নোংরা অস্বাস্থকর পরিবেশে ও মানুষের শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপকরন মিশিয়ে বেকারীতে তৈয়ারী করা খাদ্য সামগ্রী খেয়ে এলাকার লোকজন বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছে । সম্প্রতি রাউজানের পশু হাসপাতালে পাশে ইজি ফুড, মুন্সির ঘাটায় দুটি বেকারীর কারখানায় অভিযান চালিয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ দুটি বেকারীর মালিক থেকে ১লাখ জরিমানা আদায় করেন । পরবর্তী হলদিয়া আমির হাটে এয়াসিন শাহ বেকারীর কারখানায় অভিযান চাুিলয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। গতকাল ২ ডিসেম্বর বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সুলতানপুর নন্দী পাড়ায় নুরজাহান বেকারীর কারখানায় অভিযান চালায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । অভিযান চলাকালে বেকারী কারখানা থেকে পচাঁ ভেজাল বিস্কুট, পচাঁ তৈল, রং, খাদ্য সামগ্রী তৈয়ারীতে শরীরের ক্ষকির উপকরন উদ্বার করে। রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সুলতানপুর নন্দী পাড়ায় নুরজাহান বেকারীর কারখানায় নোংরা ও অস্বাস্থকর পরিবেশে ও বি, এস টি এর কোন লাইসেন্স ব্যতিত তৈয়ারী করা খাদ্য সামগ্রী এনে রাউজান পৌরসভার মুন্সির ঘাটায় উন্নতমানে ডেকোরেশন করে সজ্জিত নুরজাহান সুপার শপিং মলে বিক্রয় করছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ কারখানা ও শোরুমে অভিযান চালিয়ে পচাঁ, ভেজাল উপকরন ও মেয়াদ উত্তিন হয়ে যাওয়া শিশু খাদ্য উদ্বার করে তা ধংস করে। অস্বাস্থকর পরিবেশে খাদ্য উৎপাদন করে বিক্রয় করার অপরাধে ও শোরুমে মেয়াদ উত্তির্ন শিশু খাদ্য বিক্রয় করার অপরাধে নুরজহাহান বেকারী থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত । রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর জানালী হাটের দক্ষিন পাশে সুলতানপুর কাজী পাড়ায় একটি বোকারীর কারখানায় অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থকর পরিবেশে ও বি, এস টি এর কোন লাইসেন্স ব্যতিত তৈয়ারী করা খাদ্য সামগ্রী তৈয়ারী করে রাউজানের বিভিন্ন এলাকার হাট বাজারে পাইকারী সরবরাহ করেন । গতকাল ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ঐ বেকারীর কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার জরিমানা আদায় করে।নোংরা ও অস্বাস্থকর পরিবেশে ও বি, এস টি এর কোন লাইসেন্স ব্যতিত রাউজানের জলিল নগর বাস ষ্টেশন, রমজান আলী হাট, কাগতিয়া বাজার, গহিরা চৌমুহনী, ডোমখালী, গ্যৌরিশংকর হাট, পাহাড়তলী চৌমুহনী, ভ্রাম্বন হাট, নোয়াপাড়া চৌধুরী হাট, নোয়াপাড়া পথের হাট, নোয়াপাড়া চৌধুরী হাট, বইজ্যখালী বাজার, কদলপুর সোমবাইজ্যার হাট এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ভেজাল উপকরন দিয়ে বেকারীর কারখানায় তৈয়ারী করা হচ্ছে খাদ্য সামগ্রী । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন বোকরীর কারখানায় নিম্মমানের খাদ্য সামগ্রী ভেজাল উপরকন মিশিয়ে তৈয়ারী করা হচ্ছে । কয়েকটি বেকারীর কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে । এ অভিযান চলবে প্রতিনিয়ত ।
নোংরা অস্বাস্থকর পরিবেশে খাদ্য সামগ্রী
সংবাদটি শেয়ার করুন