মো. আবদুল কাদের
বাঙলা চাষির কষ্ট কথা
কালা চান মাটি কাটে
খুবই শক্ত কাজ,
মাথার ঘাম পায়ে ফেলে
যেন চাষির রাজ ।
ভোর সকালে খালি পেটে
এসে পড়ে মাঠে
তামাক সেবন করে কালা
দিনে কিম্বা রাতে।
সন্দ্যা হলে ঘরে ফিরে
দেহে কাদা তাহার
বউ যে তাহার গাধুয়ে দেয়
আর খুলে দেয় দার ।
সুখে দুখে ঘরটি যে তার
ছেলে মেয়ে দুই
লেখা পড়া চলে তাদের
খায়যে মোষের দই।
বলদ আছে,গাভী আছে
মহিষ আছে কটি
নারকেল গাছে ডাব ধরেছে
সবই আছে খাঁটি ।
আশ্বিন,কার্তিক চলে গেল
অগ্রানে ধান পাকে
একই মাসে ফসল কাটা
কালার কি ঘুম থাকে।
কল্প ছবি বাঙলা চাষির।
আশায় বুকটি ভরা
বন্যা এসে মুছে দিল
মিথ্যে স্বপ্ন সারা।
চাষা মোদের এমনে হারায় নিজ কষ্টের ধন
গরীব চাষি গরীব অরো কান্দে সারাক্ষণ।