মুহাম্মদ আলী রশীদ, ইউ এ ই প্রতিনিধি। আমিরাতে ওমিক্রনের প্রথম রোগী শনাক্ত! ইউএইতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর নমুনা পাওয়া গেছে আফ্রিকান মহিলার দেহে বিষয়টি নিশ্চিত করেছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ভদ্রমহিলা কোন আফ্রিকান দেশ থেকে আসছিলেন তা বলা না হলেও জানা গেছে যে তিনি একটি আরব দেশ হয়ে আমিরাত সফর করছিলেন।কোভিড প্রটোকল অনুযায়ী তাঁর দুটি ভ্যাক্সিনই দেয়া ছিল। ওমিক্রন চিহ্নিত হওয়ার পর তাকে এবং তার সংস্পর্শে আসা সবাইকে দ্রুত আইসোলেশনে নেয়া হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এই মর্মে নিশ্চিত করেছে যে কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি মোকাবেলায় তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।
আমিরাতে ওমিক্রনের প্রথম রোগী শনাক্ত!
সংবাদটি শেয়ার করুন