ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় জরুরি অবতরণ করানো হয়েছে। এ ফ্লাইটে ৪২ জন যাত্রী ছিলেন।
বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে বিশেষ ব্যবস্থায় বিমানটি অবতরণ করানো হয়। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ঢাকা ছেড়ে আসা বিমানের ফ্লাইটটি তিনবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেন, ঢাকা থেকে আসা শেষ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে ফ্লাইটটি অবতরণে সমস্যা দেখা দেয়। সর্বশেষ রাত ৯টা ৪০ মিনিটে রানওয়েতে অবতরণ করে ফ্লাইটটি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিমানের ফ্লাইট জরুরি অবতরণের জন্য তিনটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়।
বিমানটির যাত্রী মইন উদ্দিন আকবর বলেন কক্সবাজার এয়ারপোর্টে বিমানের চাকায় লেগে দুটি গরু মারা গেছে গতকালকে, আজকে সন্ধ্যায় ঢাকা থেকে আসা একটা ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে ল্যান্ড করতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে।
নামতে পারব কি পারব না সেই ভয়ে থাকলেও ঠিক ভাবে আমারটা ল্যান্ড করতে পেরেছে তাতেই শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
বিমানটির যাত্রী ইসলামিক ফ্রন্ট নেতা নাঈম আল ইসলাম বলেন পাইলট এর দক্ষতায় ল্যান্ডিং গিয়ার কাজ না করা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, শুকরিয়া মহান রবের দরবারে, নতুন জীবন ফিরে পেলাম।
রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, রাত ৮টা ২৫ থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের কথা ছিল। ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে পাইলট কয়েক দফা চেক করেন। এরপর ফাইনালি ৯টা ৪০ মিনিটে জরুরি অবতরণের সব প্রস্তুতির মধ্যে ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। এর ঘণ্টাখানেকের মধ্যে এটিকে পার্কিংয়ে নিয়ে আসা হয়।