মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। পাহাড়ে শীত জেঁকে বসার আগেই ছিন্নমূল মানুষদের মাঝে উষ্ণতার পরশ নিয়ে হাজির কাপ্তাইয়ের ইউএনও মুনতাসির জাহান। তিনি উপজেলার অসহায়, ছিন্নমূল, প্রতিবন্ধী ও এতিম বাচ্চাদের উষ্ণতার জন্য কম্বল নিয়ে রাতের বেলা রাস্তায় রাস্তায় ছুটে চলেছেন। কারণ, সমতলে যখন রাত ১০টা। পাহাড়ি এলাকায় তখন মধ্যরাত। হেমন্তের শেষে উত্তরের বয়ে আসা ঠান্ডা হাওয়ায় শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। পাহাড়ী এলাকায় একটু শীত বেশী পড়ে। তাই প্রচন্ড শীত পড়ার আগেই অসহায়দের শীতের কম্বল ইউএনও’র এই ছুটে চলা। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ইউএনও মুনতাসির জাহান কাপ্তাইয়ের ওয়াগগা ইউনিয়ন ও কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন ছিন্নমূল, অসহায়, শীতার্ত দরিদ্র পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে ৪০ জনের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নানও উপস্থিত ছিলেন। ইউএনও জানান, রাতের বেলাই প্রকৃত ভাবেই বুঝা যায় শীতে অসহায় মানুষগুলো কিভাবে থাকে। আর সেজন্যই ভালো ভাবে শীত জেঁকে বসার আগেই আমরা এসকল মানুষ গুলোর হাতে পৌঁছে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর এই উষ্ণ উপহার।
পাহাড়ের শীতার্ত ছিন্নমূল অসহায়দের পাশে কাপ্তাইয়ের ইউএনও
সংবাদটি শেয়ার করুন